অগ্রসর রিপোর্ট: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অর্থনৈতিক সংলাপে বসতে যাচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে শ্রমিকের কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন বিষয়ে আলোচনা করবে দুই দেশ। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেলিযোগাযোগ, ডিজিটাল খাতসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা হবে।
সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজ।
সংলাপে উভয় দেশের সরকারি হাই অফিসিয়াল ও বেসরকারি বিনিয়োগকারীরা চার দফায় চারটি সেশনে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের এই সংলাপের প্রথমই তৈরি পোশাক খাতের টেকসই সরবরাহ প্রক্রিয়া, ওষুধ শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, তুলা আমদানি, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, আইটি, টেলিকম ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয়টি তুলে ধরবে বাংলাদেশ।
দ্বিতীয় সেশন শ্রমিকদের অধিকার ও শ্রম পরিবেশ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুযায়ী এ খাতে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা এবং জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স ট্রেড বেনিফিট বা যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ বাণিজ্যিক সুবিধা) ও ডিএফসি (ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন বা যুক্তরাষ্ট্রের বিশেষ আর্থিক তহবিলের সহায়তা) নিয়ে আলোচনা হবে। তৃতীয় সেশনে স্বাস্থ্য, জলবায়ু অভিযোজন ও প্রশমন, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি স্থান পাবে। চতুর্থ সেশন ব্লু-ইকোনমি ও মার্কিন উদ্যোগ ইন্দো-প্যাসিফিক বাংলাদেশের যুক্ততা ও সুবিধা সম্পর্কে জানতে চাইবে বাংলাদেশ।
সংলাপ নিয়ে এক টুইট বার্তায় স্টেট ডিপার্টমেন্টের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। এরই মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে।’