অগ্রসর রিপোর্ট : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা গুম-খুনের মাধ্যমে তার বাবা-মায়ের হত্যার প্রতিশোধ নিয়েছেন। ২০১৩ ও ২০১৪ সালে যখন জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করছিল, তখনই সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে। এর উদ্দেশ্য ছিল নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা।
আজ মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে মানবাধিকার সংগঠন “মায়ের ডাক”-এর উদ্যোগে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না, কারণ তাদের সুযোগ দিলেই দেশে আবার গুম-খুনের মাত্রা বৃদ্ধি পাবে। শেখ হাসিনা দেশের মানুষের সব মানবাধিকার কেড়ে নিয়েছিলেন এবং এখনো ভারতে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকার হারানো মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
মাহফুজ আলম জানান, সরকার ইতোমধ্যে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। কমিশনের সুপারিশের ভিত্তিতে অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আরও অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিকভাবে বিরোধিতা করা ব্যক্তিদের সন্ত্রাসী ও জঙ্গি ট্যাগ দিয়ে গুম করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। গুমের কাজে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকেও ব্যবহার করা হয়েছিল।
মতবিনিময় সভায় গুমের শিকার পরিবারের সদস্যরা জড়িতদের বিচার এবং তাদের প্রিয়জনদের সন্ধান দাবি করেন।