ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৫ উদ্যাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। এ উপলক্ষে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানবসেবার এক অনন্য প্রতিষ্ঠান। অগ্নিনির্বাপণ, আহতদের সেবা, মুমূর্ষু রোগী পরিবহণসহ প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে জনজীবনের নিরাপত্তা ও স্বস্তিবিধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিভিন্ন দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে জনগণের পাশে দাঁড়ান, তাদের সাহস যোগান। এতে মুমূর্ষু ও অসহায় মানুষ চরম প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার আশার আলো দেখে।
আবদুল হামিদ বলেন, বিশেষ করে শিল্প এলাকা ও পোশাক তৈরি শিল্পে কর্মরত শ্রমিক বা উচ্চ অট্টালিকায় বসবাসকারীদের এ বিষয়ে প্রশিক্ষণ ও কলাকৌশল শেখানো খুব জরুরি । দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন সে লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে।
তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত যেসব ফায়ার কর্মী অগ্নি বা প্রাকৃতিক দুর্যোগকালীন অন্যকে বাঁচানোর মহান ব্রত নিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, এ সপ্তাহ পালনের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে সচেতন ও তাদের সাথে এ বিভাগের কর্মীদের ঘনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।
রাষ্ট্রপতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৫ পালনের সার্বিক সাফল্য কামনা করেন।
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণসহ দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করে তোলা দরকার : রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্যোগকালীন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শান্ত থেকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণসহ দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন ও কৌশলী করে তোলা দরকার।