অগ্রসর রিপোর্ট :বাণিজ্যিক ভবনে বিল্ডিং কোড, অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রদত্ত শর্তাবলি না মানলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিস) এর মেয়র আতিকুল ইসলাম।
শনিবার বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় আগুন লাগা এমিকন ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, এই ভবনে অবস্থানরত ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে।
মেয়র আতিক আরও বলেন, অগ্নিকাণ্ডে খবর পাওয়ার পরই ডিএনসিসির পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে একটি মেডিক্যাল টিমও প্রস্তুত রাখা হয়েছে, যেন আহতদের দ্রুত সময়ে মধ্যে চিকিৎসেবা নিশ্চিত করা যায়। আগুন নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের গাড়ির মাধ্যমে পর্যাপ্ত পানি সরবার করতে কাজ করেছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে উত্তর সিটি করপোরেশনের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর অগ্নিনির্বাপনে সিটি করপোরেশেন আরও কঠোর হবে। কোনোভঅবেই এসব বিষয়ে ছাড় দেওয়া হবে না।
পরিদর্শনের সময় মেয়রে সঙ্গে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেয়িার জেনারেল মো. জোবায়দুর রহমান সহ সিটি করপোরেশেনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা।