
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে রফিককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী যাত্রাবাড়ীর মীর হাজীরবাড়ির একটি বাড়ি থেকে নিজাম, শহীদ, জাহাঙ্গীর, মাহমুদ, রহিম ও জাকিরকে গ্রেফতার করা হয়। দুই বাড়ি থেকে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।