স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে খুন হওয়া একই পরিবারের পাঁচ সদস্যের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রবিবার বিকালে লাশগুলো গ্রহণ করেন নিহত তাসলিমা বেগমের স্বামী শফিকুল ইসলাম। তাসলিমার জা লামিয়া বেগমের (২৫) লাশ তার স্বামী শরীফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
শফিকুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্ত্রী তাসলিমা বেগম (২৮), ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫) ও ভাই মোরশেদুলকে (২৫) নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও জানান, লামিয়ার লাশ দাফন করা হবে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইলে।
এর আগে, রবিবার দুপুরে ১০০ শয্যা হাসপাতালে নিহত পাঁচজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
তিন সদস্যবিশিষ্ট ময়নাতদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান দ্য রিপোর্টকে বলেন, ‘পাঁচজনের কারো গলাকাটা হয়নি। বরং মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।’
তাদের কোনো চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়েছিল কিনা— তা ভিসেরা রিপোর্টের আগে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
কমিটির অপর দুই সদস্য হলেন— ডা. তোফাজ্জাল হোসেন ও ডা. মফিজউদ্দিন।
নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল খানকা মোড় এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে শনিবার রাতে একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।