এটর্নি জেনারেল এ মামলার শুনানি ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মাহবুবে আলম বলেন, মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি চলছে। সুপ্রিমকোর্টের অবকাশ শুরু হওয়ার আগে অর্থাৎ ১৫ ডিসেম্বরের মধ্যে এ শুনানি শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, এ সরকার ক্ষমতায় না থাকলে যুদ্ধপরাধের বিচার হতো না। যারা ক্ষমতায় থাকেন তাদের চরিত্র কি, সেটা দেখতে হবে। দু’জনের (সাকা চৌধুরী ও মুজাহিদ) দন্ড কার্যকর হওয়ার পর পুরো জাতি যেখানে স্বস্তি প্রকাশ করছে, সেখানে একটি রাজনৈতিক দলের বক্তব্যে খুব ব্যথিত হয়েছি।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার রাত ১২টা ৫৫ মিনিটে (শনিবার দিবাগত রাতে) তাদের ফাসিঁ কার্যকর করা হয়। দন্ড কার্যকরের পর সাকা চৌধুরী ও মুজাহিদের মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। আজ সকালে সেখানে তাদের স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে নিজামীর আনা আপিল মামলার শুনানি গত ১৮ নভেম্বর তৃতীয় দিনের মতো অনুষ্টিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ আপিল মামলার শুনানি শুরু হয়। নিজামীকে মৃত্যুদন্ড দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার ২০১৪ সালের ২৯ অক্টোবর রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ নভেম্বর আপিল দায়ের করেন তিনি।
এটর্নি জেনারেল মাহবুবে আলম বাসস’কে বলেন, ট্রাইব্যুনাল নিজামীর সর্বোচ্চ সাজার যে রায় দিয়েছে, তাতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামির আপিল শুনানির বিপরিতে যুক্তি পেশ করবে রাস্ট্রপক্ষ। ট্রাইব্যুনালে দেয়া দন্ডের পক্ষে বক্তব্য উপস্থাপন করে তা বহাল রাখতে আর্জি পেশ করা হবে।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি ষষ্ঠ মামলা, যার চুড়ান্ত শুনানি শুরু হল। এর আগে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা আরো ৫টি মামলা আপিলে নিস্পত্তি হয়েছে।
১৫ ডিসেম্বরের মধ্যে নিজামীর আপিল মামলাও নিস্পত্তি হবে : এটর্নি জেনারেলের আশাবাদ
স্টাফ রিপোর্টার: এটর্নি জেনারেল মাহবুবে আলম ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর আপিল মামলাও শিগগিরই নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন।