চট্টগ্রামে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মিরাজ। ঢাকায় দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। এরপর আরো ১ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও গড়েন ডানহাতি এই অফস্পিনার। সব মিলিয়ে মিরাজের পকেটে এখন ১৯ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়ার মধ্য দিয়ে এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ারও রেকর্ড গড়েছেন মিরাজ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ১২ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র। মিরাজ কম ওভারে ১২ উইকেট নিয়ে এনামুল জুনিয়রকে ছাড়িয়ে গেছেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।