অগ্রসর প্রতিবেদক: অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন বিশ্ব অটিজম দিবস উপলক্ষে জাতিসংঘের ‘অটিজম মোকাবেলা : এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
পহেলা এপ্রিল যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টায় জাতিসংঘের উদ্যোগে সদর দফতরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে উচ্চ পর্যায়ের এই সেমিনার অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, দিনব্যাপী এই অনুষ্ঠানে সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ হোসেন বৈষম্য দূরীকরণ শীর্ষক আরেকটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গালাশ, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মোজেন লিকেটফ, সদস্য দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার নির্বাহীরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিকস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ও বিকেলের উভয় অনুষ্ঠাই জাতিসংঘের ওয়েব টিভি সরাসরি সম্প্রচার করবে।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।