অগ্রসর রিপোর্ট : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম আশা প্রকাশ করে বলেছেন, সীমান্তের জনগণকে শিক্ষায় সচেতন ও আর্থিকভাবে স্বাবলম্বী করা গেলে সীমান্ত হত্যা হ্রাস পাবে।
বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরবে’ পুষ্পস্তবক অর্পণ শেষে রোববার (২০ ডিসেম্বর) তিনি একথা বলেন। এ সময় সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি প্রধান বলেন, সীমান্তে হত্যা কমিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ বৈঠকে এ বিষয়টি উঠে এসেছে। ডিজি পর্যায়ের আলোচনায়ও এই বিষয় উঠে আসে।
তিনি বলেন, কূটনৈতিকভাবে এবং আমরা চেষ্টা অব্যাহত রেখেছি যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। এজন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করছি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন।
সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে সীমান্তবর্তী লোকজনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমি মনে করি, সীমান্তবর্তী জনগণকে শিক্ষা-দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করতে পারি, তাহলেই সীমান্ত হত্যা কমে যাবে।
বিজিবি প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, বিশ্ব টেকনোলজির দিক থেকে এগিয়ে যাচ্ছে। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীকে সময় উপযোগী রাখতে হবে।
তিনি বলেন, ‘তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন নতুন নতুন রিক্রুটমেন্ট এবং একই সঙ্গে বিজিবি প্রতিটি সদস্যের প্রশিক্ষণ ও অনুশীলন।’
Share this:
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to print (Opens in new window)