স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, এ সাক্ষাৎকালে বুয়েটের উপাচার্য খালেদা একরামের নেতৃত্বে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপাচার্য এ সময় রাষ্ট্রপতিকে আরো অবহিত করেছেন যে, বুয়েট তাদের পারমাণবিক বিদ্যুৎ ইউনিট স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন লাভ করেছে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ বুয়েটে বিদ্যমান সুষ্ঠু শিক্ষার পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং যথাসময়ে শিক্ষার সকল কোর্স সম্পন্ন করার লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি নির্দেশ দেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।