স্টাফ রিপোর্টার: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ কাশেমের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্মকা- রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠকে বলা হয়, যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা কর্মকা- বিনিময়ের উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ভিত্তিক শিক্ষা কর্মকা-ের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।