আইয়ুব আলী ময়মনসিংহ, ১৭ এপ্রিল।।
ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যেগে পাচ টাকার প্রতিকি মুল্যে ভরপটে ইফতারী বিক্রি শুরু হলো আজ থেকে। আজ বিকেলে শহরের টাউনহল মোড়ে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান এই কর্মসুচীর উদ্বোধন করেন। ইফতারী সামগ্রীর মধ্যে রয়েছে পরিমান মত মুড়ি, ছোলা, কলা, শশা, খেজুর, জিলাপী, পিয়াজু, বেগুনি ও আঙ্গুর । একটি সু-দৃশ্য প্যাকেটে নয় প্রকারের খাদ্যপণ্যের সম্ন্নয়ে তৈরী ইফতারীর প্রতীকি মুল্য ধরা হয়েছে মাত্র পাচ টাকা। যার প্রকৃত মুল্য প্রায় ষাট টাকা। আজ ইফতারী কিনেছেন ১শ’ পঞ্চাশ জন।
লকডাউনের কারনে নিম্ন আয়ের দুস্থ বিপন্ন মানুষের জন্য এ ধরনের আয়োজন এই প্রথম। প্রতিদিন একটি গাড়িতে করে শহরের বিভিন্ন মোড়ে ইফতার বিক্রি করা হবে। চলবে পুরো রমজান মাসজুড়ে।
পহেলা রমজান থেকে কঠিন লকডাউন চলছে। লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবি, রিক্সা, ভ্যান, চালকসহ একটি শ্রেণী অসহায় হয়ে পড়ে। লকডাউন উপেক্ষা করে ময়মনসিংহ নগরীতে কিছু কিছু রিক্সা, ভ্যান, অটো চলাচল করলে লকডাইন নিশ্চিত করতে মাঠে থাকা পুলিশ তাদেরকে তাদেরকে ফেরৎ পাঠিয়ে দিচ্ছে। এ অবস্থায় রমজানে তাদের জন্য পাচ টাকায় ভরপেট ইফতার সামগ্রী নিয়ে মাঠে নেমেছে পুলিশ। এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, করোনার কারণে লকডাউনের পাশাপাশি দ্রব্যমুল্যের উর্ধগতিতে অসহায়, দুঃস্থ, নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষজন যাতে প্রতিকি মুল্যে মানসম্মত ইফতার সামগ্রী খেতে পারে সেই মানবিক চেতনায় নিয়েই জেলা পুলিশের এই আয়োজন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, জয়িতা শিল্পী, ফজলে রাব্বি, হাফিজুর রহমান ও ডিবি ওসি শাহ কামাল আকন্দ কোতুয়ালি মডেল থানার ওসি ফিরুজ তালুউকদার ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।