স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা, উপমহাদেশের কমিউনিষ্ট আন্দোলনের পুরোধা এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা কমরেড মনি সিংহের ২৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
আগামীকাল কমরেড মনি সিংহের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ প্রদত্ত এক বাণীতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বলেন, মনি সিংহ বৃটিশ বিরোধী আন্দোলন এবং বাঙ্গালির স্বাধীকার আন্দোলনসহ সারা জীবন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত ছিলেন।
শেখ হাসিনা বাণীতে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মনিসিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সর্ম্পক ছিল গভীর সৌহাদ্যপূূর্ণ। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুর্নগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
প্রধানমন্ত্রী মনি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।