স্টাফ রিপোর্টার: আট বছরের জন্য ফুটবল ও ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকান্ড থেকে ফিফা সভাপতি সেপ ব্লাটার ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে নিষিদ্ধ করেছে ফিফার স্বাধীন এথিকস কমিটি। অবিলম্বে এটি কার্যকরেরও নির্দেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার ফান্ড থেকে বকেয়া কাজের ভাতা বাবদ ২০ লাখ সুইস ফ্রাঁ লেন-দেনের দায়ে গত অক্টোবরে সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনির ওপর ৯০ দিনের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করেছিল এথিকস কমিটি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ব্লাটারের কাছ থেকে ওই অর্থ গ্রহণ করেছিলেন প্লাতিনি।
এই নিষেধাজ্ঞার ফলে ৭৯ বছর বয়সী ব্লাটারের ক্যারিয়ার যেমন মোটামুটি শেষ হয়ে গেছে, তেমনি নস্যাৎ হয়ে গেছে ৬০ বছর বয়সী প্লাতিনির ফিফা সভাপতি হবার স্বপ্নও। ফিফার এই কমিটি ১৯৯৮ সাল থেকে সভাপতির দায়িত্বে থাকা ব্লাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ এবং উয়েফা সভাপতি এবং ফিফার সহ-সভাপতি প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করেছে।
ফিফার ওই আদালত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,‘ দুজনই ক্ষমতার অপব্যবহার করেছেন।’
২০১১ সালে ব্লাটারের দেয়া অর্থ নির্দিধায় গ্রহণ করেছিল ইউরোপীয় ফুটবলের কর্নধার প্লাতিনি। দু’জনরেই দাবী ছিল ১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত উপদেষ্টার দায়িত্ব পালনের পারিশ্রমিক বাবদ ওই অর্থ লেনদেন হয়েছে। যদিও ওই কাজের কোন প্রমাণ পত্র নেই। প্লাতিনির মতে এটি করা হয়েছে ‘মৌখিক চুক্তির ভিত্তিতে।’
আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরস্পর বিরোধী স্বার্থে দু’জনই অপরাধী। ১৯৯৯ সালের আগস্টে ওই লেনদেনের কোন আইনগত ভিত্তি নেই বলেও এতে উল্লেখ করা হয়। আদালত জানায়, এর লিখিত কোন প্রমাণ নেই, ব্যক্তিগত শুনানিতে ব্লাটার লেনদেনের কোন বৈধ যুক্তি উপস্থাপন করতে পারেননি। তিনি মৌখিকভাবে যে যুক্তি উপস্থাপন করেছেন তা প্রত্যাখ্যান করেছে আদালত।’
এদিকে প্লাতিনিও তার ওই অর্থ গ্রহণের পক্ষে জোড়ালো কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ফরাসি ওই কিংবদন্তী ফুটবলারের প্রতি আদালত আরো বেশি রুষ্ঠ হয়ে আদালত বলেন, ‘প্লাতিনি তার যোগ্যতা ও সততা প্রদর্শনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। তিনি নিজের দায়িত্বের প্রতি সুবিচার করতে পারেননি। তার আচরণ নৈতিকতা পরিপন্থী। যা প্রয়োগযোগ্য সব ধরনের আইনকেই ছাড়িয়ে গেছে। এমনকি ফিফার যে কাঠামো রয়েছে তার আলোকেও এটি গ্রহণযোগ্য নয়।’
এদিকে ফিফার এথিকস কমিটির ওই রায়ের বিরুদ্ধে কোর্ট ফর আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপীল করার ঘোষণা দিয়েছেন ব্লাটার।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।