নিজস্ব সংবাদদাতা- বাংলাদেশ সরকারের প্রতি ব্লগার নিলয় নীল হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিলয় হত্যার খবরে সংগঠনটি গতকাল কঠোর প্রতিক্রিয়া জানায়। অ্যামনেস্টি বলেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ মর্মে কঠোর বার্তা দিতে হবে যে, ভিন্নমতের মানুষের মুখ বন্ধ করতে এমন হত্যা নিন্দনীয় এবং তা সহ্য করা হবে না। খবর ইউটিসি।
গতকাল দুপুরে ঢাকায় নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলয় নীলকে। এ নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত চার ব্লগার খুনিদের হাতে প্রাণ দিলেন। নিলয় নীল হত্যার ঘটনায় যথাযথ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার সাউথ এশিয়া রিসার্চ ডিরেক্টর ডেভিড গ্রিফিথস বলেন, ‘নৃশংস এ খুনের ধারা এখানেই শেষ হতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে, নিষ্ঠুর এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে ভীতি ছড়াতে ও বাকস্বাধীনতা রুদ্ধ করতে।’
গ্রিফিথস আরো বলেন, কোনো মত ধারণ ও স্বাধীনভাবে তা প্রকাশের পরিণাম কখনই মৃত্যু হওয়া উচিত নয়। বাংলাদেশী কর্তৃপক্ষের সামনে ত্বরিত কর্তব্য হলো এটা স্পষ্ট করা যে, এমন আর কোনো আক্রমণ সহ্য করা হবে না। নিলয় নীল হত্যার ঘটনায় তদন্তের দাবি জানিয়ে ডেভিড গ্রিফিথস বলেন, দ্রুত যথাযথ, কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে হবে; যাতে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা যায়; যে বিচার সুষ্ঠু হবে এবং মৃত্যুদণ্ডের শরণাপন্ন হবে না।
চলতি বছর এর আগে ব্লগার অভিজিত্ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাসকে হত্যা করা হয়।