স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিজয় দিবসের মাত্র ৩ দিন আগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু মূল কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি জাজিরা পয়েন্টে নদী শাসনের কাজের উদ্বোধন করবেন।’
মন্ত্রী শনিবার দুপুর দেড়টার দিকে পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১ এ সাংবাদিকদের এ সব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও পদ্মা সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ওইদিন বিকেল ৪টায় মাওয়ায় পদ্মা সেতুর মূল পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে সংযোগ সড়কের কাজ অনেকটা হয়ে গেছে। আগামী ১০ তারিখের মধ্যে সকল প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে। মাওয়া পয়েন্টে মূল সেতু হওয়ায় এখানে জনসভার আয়োজন করা হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘একটি কঠিন চ্যালেঞ্জকে আমরা জয় করে এই সেতুর মুল কাজের আনুষ্ঠিকতা ঘোষণা করতে যাচ্ছি। জাতির কাছে আমাদের যে সব ওয়াদা আছে তা আমরা পর্যায়ক্রমে পূরণ করব।’