অগ্রসর প্রতিবেদক : বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ ছয়টি মোবাইল অপারেটর কোম্পানিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। সুপ্রিমকোর্টের আইনজীবী এনামুল হক এ রিট দায়ের করেন।

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।