স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে অবস্থান নেওয়ায় পাকিস্তানের পতাকা পুড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পতাকা পুড়িয়ে পাকিস্তানের প্রতি দলটি ধিক্কার জানায়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার বিকেলে বিজয়ের মাসের প্রথম দিনে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আয়োজিত সমাবেশে পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায় দলটি।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের সাপ মরেছে, কিন্তু তাদের লেজ মরেনি। এ জন্য তারা বার বার বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেছে। তাই পাকিস্তানের বিষদাঁত ভেঙে দিতে হবে।
সংগঠনের পক্ষ থেকে ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ পালনের দাবি জানানো হয়।
প্রসঙ্গত, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় পাকিস্তান তাদের পক্ষ নিয়ে নানা মন্তব্য করে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে নিষেধ করা হয়। এর প্রতিক্রিয়ায় সোমবার পাকিস্তান সে দেশে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে।