নিজস্ব সংবাদদাতা- আদালত অবমাননার দায়ে দৈনিক জনকন্ঠ সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশককে দোষী সাব্যস্ত করেছে সবোর্চ্চ আদালত। একইসঙ্গে আদালত তাদের সাজাও দিয়েছে । দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে সাজা হিসেবে আজ আদালত চলাকালীন সময় পর্যন্ত আদালতে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া দশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে এই দুজনকে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এই সাজা দেন। গত ১৬ই জুলাই দৈনিক জনকণ্ঠে ‘সাকার পরিবারের তৎপরতা/পালাবার পথ কমে গেছে’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয় । নিবন্ধটি লেখেন পত্রিকার নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। ওই নিবন্ধে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারপতির সঙ্গে দেখা করার বিষয়টি তুলে ধরা হয়।
এর পর গত ২৯শে জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় ঘোষণার পর পরই জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তাদের তলব করেন আদালত।