অগ্রসর রিপোর্টঃ শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ শনিবার গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুল সংলগ্ন রাস্তার পাশে ১৫ মিনিটের জন্য আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় এই আহ্বান জানান।
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীসহ ঢাকা জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ’র চেয়ারম্যান এ এম এম আজহার, ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লা এবং ঢাকার জেলা প্রশাসক সালাহ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
![](https://agrasor.com/wp-content/uploads/2024/04/970-x-90-px-2-1-2.jpg)
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।