অগ্রসর রিপোর্ট :বাংলাদেশি তিন শিক্ষার্থীর তৈরী দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’ কক্ষপথে যুক্ত হচ্ছে আজ। এর আগে ৪ জুন এটি ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে (আইএসএস) পৌঁছায়।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ‘ব্র্যাক অন্বেষা’ কে আইএসএস থেকে তার কক্ষপথে ছাড়া হবে বলে নিশ্চিত করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. মো. হাসানুজ্জামান।
জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজিতে মাস্টার্সে অধ্যয়নরত তিন বাংলাদেশি শিক্ষার্থী মাইসুন ইবনে মনোয়ার, রায়হানা শামস ইসলাম এবং আব্দুল্লাহিল কাফি এই ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেছেন। এক কেজি ওজনের ও ১০ সেন্টিমিটার কিউব আকৃতির এই ন্যানো স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলেমিটার উপর দিয়ে উড়বে। এটি প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এ ন্যানো স্যাটেলাইটটি গবেষণার জন্য নানা বিষয়ের উচ্চমানের ছবি তুলতে সক্ষম। সেসব ছবি ডাউনলোড করে নেওয়া যাবে।
উল্লেখ্য, ২০১৬ সালের জুনে জাপানের ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ন্যানো স্যাটেলাইট তৈরীর জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় চুক্তি সাক্ষর করে। আজ স্যাটেলাইটটির কক্ষপথে যুক্ত হওয়ার দৃশ্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সরাসরি দেখানো হবে।