অগ্রসর রিপোর্ট :ম্যাজিস্ট্রেট পলাশ কুমার জানান, দালালচক্রের সদস্যরা অ্যাম্বুলেন্স থেকে রোগী নামাতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের ব্রেনওয়াস করে তাদের বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং সরকারি মেডিকেলের চিকিৎসকদের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
অভিযোগের ভিত্তিতে সকাল ১১টার দিকে ঢামেকের পরিচালককের প্রতিনিধি ও র্যাব-৩ এর সহযোগিতায় অভিযান চালানো হয়। তিন ঘণ্টার অভিযানে বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ২৪ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের কেউ কেউ আগেও আটক হয়েছিল বলে জানান র্যাবের এই ম্যাজিস্ট্রেট।
ঢাকা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ড. আশরাফুল আলম বলেন, ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। আজকের অভিযানটিও মনিটরিংয়ের একটা অংশ। আমাদের এই মনিটরিং চলমান থাকবে।