
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সরকার সার্চ কমিটি করুক কিংবা অন্য যাই কিছু করুক আপত্তি নাই। তবে একজন যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে আমরা দেখতে চাই এবং তার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করি। কারণ, দেশের মানুষ মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের মাধ্যমে সামনের কোনও নির্বাচন হোক তা কামনা করে না। তিনি বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন। তাই নির্বাচন কমিশনে আমরা এমন মানুষ চাই না। আমরা এমন একজন নির্বাচন কমিশনার চাই যিনি যোগ্য ও উপযুক্ত এবং যার মেরুদণ্ড আছে। আশাকরি সরকার এ পদে এমন একজন মানুষ দেবেন সারাদেশে যার গ্রহণযোগ্যতা থাকবে। তা না হলে সামনে কোনও নির্বাচন গ্রহণযোগ্য হবে না।