ষ্টাফ রিপোর্টার- আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই হবে বলে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তাতে হতাশা প্রকাশ করেছে বিএনপি। শনিবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন হতাশা প্রকাশ করে ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচন আয়োজনে সংলাপ ডাকতে সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে সৈয়দ আশরাফ শুক্রবার বলেছিলেন, “বিএনপি ভুল বুঝতে পেরে তত্ত্বাবধায়কের ইস্যু থেকে সরে এসেছে। আগামী নির্বাচন সংবিধান অনুসারে বর্তমান সরকারের অধীনেই হবে।” ওই বক্তব্যের প্রেক্ষিতে রিপন বলেন, “আমরা তার এই বক্তব্যে হতাশ। এর মধ্য দিয়ে আশঙ্কা জাগে যে, সরকার আবার ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন একটি নির্বাচনের পরিকল্পনা করছে কি না।”
বিএনপির অভ্যন্তরীণ অবস্থা নিয়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার বক্তব্যের সমালোচনা করে রিপন বলেন, “আমরা লক্ষ্য করছি, শাসক দলের ক্ষমতা হারানো কিছু ব্যক্তি বিএনপি ও তার নেতৃত্ব নিয়ে কটূক্তি করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে।” এ সময় রিপনের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান খান, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।