স্টাফ রিপোর্টার: একের পর এক সাফল্যের মুকুট জয় করে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে অভাবনীয় সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি তিনি জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্ষসেরা ওয়ানডে একাদশে।
এবার বাংলাদেশের অনলাইন ব্যবহারকারীদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত তারকার স্বীকৃতি পেলেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলের ২০১৫ সালের সার্চ তালিকায় বাংলাদেশিরা সবচেয়ে বেশি খুঁজেছেন তরুণ এ পেসারকে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের পারফরম্যান্সের মতোই উজ্জ্বল বাংলাদেশের ক্রিকেট। তাই ২০১৫ সালের গুগলের ‘ইয়ার ইন সার্চ’ প্রতিবেদনে ক্রিকেটারদের আধিপত্যও প্রকাশ পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পেসার তাসকিন আহমেদ চতুর্থ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রয়েছেন নবম স্থানে। এর বাইরে সেরা দশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি হলেন প্রয়াত বাংলাদেশি টিভি অভিনেতা-মডেল সায়েম সাদাত। তার অবস্থান সপ্তম।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তি। এ ছাড়া পঞ্চম স্থানে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী-মডেল-শিল্পী এরিয়েল উইন্টার, ষষ্ঠ স্থানে আমেরিকান বক্সার রন্ডা রাউসি, অষ্টম স্থানে ভারতীয় অভিনেত্রী সানি লিওনি এবং দশম স্থানে ভারতীয় অভিনেত্রী কারিশমা তান্নার জায়গা হয়েছে।