
আহতদের তিনজন সিরাজগঞ্জ, বরগুনা ও ঢাকার বাসিন্দা। তাদের বয়স ১৯ থেকে ২৮ বছরের মধ্যে।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার মোহাম্মমদ মহিউল ইসলাম জানান, রাত ৩টার দিকে সিটি কর্পোরেশনের রাচেন্দ্রপুর-বাংলাবাজার এলাকায় ডাকাতরা খামার থেকে ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে- এমন খবর পেয়ে র্যাব সদস্যরা দক্ষিণ সালনা এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাক তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি ট্রাক গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা চালায়। র্যাব তাদের ধাওয়া করলে বন্দুকযুদ্ধ হয়।
তিনি বলেন, গরুবাহী ট্রাকটি চান্দনা চোরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তারা মহাসড়ক ছেড়ে ইটাহাটার দিকে যায়। পলানোর সময় তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করে। ভোর পৌনে ৫টার দিকে গুলিবিদ্ধ ২ জনকে একটি পিস্তলসহ উদ্ধার করা হয়। এ ছাড়া এলাকাবাসী আরো ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
আহতদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।