অগ্রসর রিপোর্ট : কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। আজ মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্যগুলো আটক করা হয়।
জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র একাধিক দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী বদরপুর, আমানগন্ডা, সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজারসহ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ভারতীয় হুইস্কি, ফেনসিডিল, কোরেক্স সিরাপ, বিয়ার, স্টেরয়েড ট্যাবলেট, সেনেগ্রা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়। তবে এসব অভিযানে মাদক পাচারে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।