কিশোরগঞ্জ প্রতিনিধি- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় সুলতান উদ্দিন (৪৩) নামে পল্লী বিদ্যুতের এক নিবন্ধিত ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। এ সময় সেলিম মিয়া নামে আরো একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দক্ষিণ উলুখলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দক্ষিণ উলুখলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ছিলেন। স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের খুঁটি বসানোর জায়গা নির্ধারণ নিয়ে সুলতান উদ্দিনের সঙ্গে একই গ্রামের বিল্লাল ও চাঁন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের লোকজন সুলতান ও সেলিমের উপর হামলা চালায়। এতে সুলতান ও সেলিম গুরুতর আহত হন। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাদের প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে (সুলতান ও সেলিম) কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সুলতানকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম হাসাপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বিল্লাল মিয়া ও রীতা আক্তার নামে দু’জনকে আটক করা হয়েছে।