-: মোহাম্মদ খয়রুজ্জামান খসরু:-
আজ আকাশ খোলা রোদ
রোদেরাও কথা বলতে জানে
আমি রোদের কথা বলছি
সকালের ঝলসিয়ে ওঠা রোদ
লাউপাতায় লেপ্টে থাকা কচি নরম রোদ
শরীর ছোঁয়া পাপহীন বৈষম্যহীন রোদ
কবির উঠানে দাঁড়িয়ে থাকা রোদ
পৌষের শিশিরস্নাত রোদ
মায়ের আঁচলে বেঁধে রাখা রোদ
আমার বন্ধু ও স্বজন রোদ
পাঠশালার বইয়ে জমা রোদ
রোদের পিঠে যাত্রী হবো
যাবো তোমার বাড়ি
তুমি ও আমি একই রোদের সন্তান
রোদে বৈষম্য নেই
হৃদয়টা যেনো রোদের আলোয়
বৈষম্যহীন হয় মানবাত্মা ও পরমাত্মায়।
২১ আগস্ট ২০১৫ , লন্ডন ।