অগ্রসর রিপোর্ট :রাজধানীর কদমতলীতে চারটি বৈদ্যুতিক তার কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা ও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
কদমতলীর বিভিন্ন এলাকায় রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের আদালত। এতে সহযোগিতা করে র্যাব-১০। সোমবার (১৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সৌয়েব জানান, ওইসব কারখানার মালিকরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের বৈদ্যুতিক তার, উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণ করে আসছিলেন।