অগ্রসর রিপোর্টঃ
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার দেশব্যাপী জুমাতুল বিদা পালিত হয়েছে।পবিত্র রমজানের শেষ জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।নামাজ শেষে আল্লাহর শুকরিয়া আর দোয়া করতে করতে বাড়ি ফিরেছেন মুসল্লিরা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে সর্বশক্তিমান আল্লাহতায়ালার কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর মসজিদগুলোতে ছিল আজ মুসল্লিদের ভিড়।
রমজান মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
শুক্রবার (২৩ জুন) রাজধানীর প্রায় সকল মসজিদেই এমন দৃশ্য লক্ষ করা যায়। জুমার নামাজে ধারণ ক্ষমতার বাইরে মুসল্লিরা সমবেত হওয়ায় ৪/৫ তলা মসজিদও পরিপূর্ণ হয়ে যায়। তাই অনেককেইমসজিদ সংলগ্ন রাস্তায় জুমার নামাজ আদায় করতে হয়।
এর আগে জুমার আজানের পর নামাজকে কেন্দ্র করে মসজিদে-মসজিদে সমবেত হতে থাকেন হাজারও মুসল্লি। তখন মুসল্লিদের ভিড়ে ক্রমশ ভরে উঠতে থাকে মসজিদের প্রতিটি তলা। মসজিদে জায়গা না পেয়ে অনেকেই মসজিদ সংলগ্ন রাস্তায় নামাজ আদায়ে দাঁড়িয়ে যান। কেউ কেউ পাটের চট বা প্লাস্টিকের পাটি রাস্তায় বিছিয়ে জুমার নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যান।
নামাজ শেষে প্রত্যেকেই আল্লাহর দরবারে হাত তোলেন। মোনাজাতের মাধ্যমে তারা আল্লার কাছে নিজের-পরিবারের-স্বজনদের জীবনের সকল গুনাহ মাফের আরজি জানান। এ সময় সকলে সকলের সাফল্য ও উন্নতি কামনা করেও দোয়া করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে সর্বশক্তিমান আল্লাহতায়ালার কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে।