গোলাম রাসেল, ময়মনসিংহ প্রতিনিধি- শনিবার ময়মনসিংহে ভালুকায় সড়ক পরিদর্শনে এসে যোগাযোগমন্ত্রী ওয়াদুল কাদের বলেন,”আগে হলো জীবন পরে হলো জীবিকা “এ জন্য দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে।
তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড বিভিন্ন সময়ের দুর্ঘটনাগুলো ম্লান করে দিচ্ছে। এসব থেকে উওরণের জন্য আগে আমাদেরকে দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে।তাই মহাসড়কগুলোতে তিন চাকার থ্রি হুইলার যানবাহন তুলে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে । সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে জয়দেবপুর চৌরাস্তা হয়ে মহাসড়ক পরিদর্শন করে ভালুকায় এসে সংক্ষিপ্ত সফরে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
তিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন বিল বোর্ড দেখে উদ্বেক প্রকাশ করেন এবং সেপ্টেম্বর মাসের মধ্যে অবৈধ এসব বিলবোর্ড অপসারনের নির্দেশ দেন।এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান, ভালুকা উপজেলা সহকারী কমিশনার মোঃ শাখাওয়াত হোসেন, ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিমউদ্দিন আহম্মেদ ধনু সহ সড়ক ও জনপথের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।