
ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভার পর ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, আজ বুধবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি; আগামীকাল বৃহস্পতিবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ১৩ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবী পালিত হবে বলেও উল্লেখ করা হয়েছে।