
অগ্রসর রিপোর্ট : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা অনুষ্ঠিত হবে। সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম সভায় সভাপতিত্ব করবেন। এতে বলা হয়, প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ তম জাতীয় কাউন্সিল অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।