স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভিবাসী কর্মীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ সাধন ও উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানসহ তাদের সার্বিক কল্যাণে সহযোগিতা প্রদানে কার্যকর অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।
অভিবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শন, তাদের অধিকার সংরক্ষণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদানের গুরুত্ব বিবেচনায় প্রতি বছরের ন্যায় এ বছরও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৫’ উদ্যাপিত হচ্ছে বলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এ দিবসে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, জাতীয় অর্থনীতিতে অভিবাসী ভাইবোনদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, প্রবাসীদের কল্যাণ এবং নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ সামগ্রিক অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলেছে। বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রম ত্বরান্বিত করবে।
তিনি বলেন, প্রবাসী কর্মীরা রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনৈতিক খাতকে শক্তিশালী করছেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিম-লে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করছেন। এছাড়া তারা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
রাষ্ট্রপতি তিনি বলেন, বিদেশে প্রতিটি অভিবাসী কর্মী যেন দেশের জন্য শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতে পারে সে লক্ষ্যে বিদেশী ভাষাসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।