অগ্রসর রিপোর্ট : সরকার দক্ষতা উন্নয়নে একটি তহবিলের সঙ্গে কর্তৃপক্ষ গঠন করতে যাচ্ছে । সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘তহবিল’ ও ‘কর্তৃপক্ষ’ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করতে অর্থ বিভাগের অধীনে ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল’ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
একই সঙ্গে মন্ত্রিসভা দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি’ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের জন্য এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’